
কালের খবরঃ
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ গ্রেপ্তার করেছে।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক মেরী গোপিনাথপুর গ্রামের শরীফপাড়ার মৃত শরীফ আঃ হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ ফারুক আলম জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল শরীফ তৌহিদুল হকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি লোহার ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অস্ত্রটির বাট ও ব্যারেলের দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি। এই অবৈধ অস্ত্রটির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION