কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রথম ম্যাচে গোপালগঞ্জ পৌরসভা দল ১-০ গোলে কোটালীপাড়া উপজেলা দলকে পরাজিত করে। এর পরেই দ্বিতীয় খেলায় টুঙ্গিপাড়া উপজেলা দল টাইব্রেকারে কোটালীপাড়া পৌরসভাকে ৩-১ গোলে পরাজিত করে।জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ৮টি দল অংশগ্রহণ করছে। আগামী ৬ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি সমাপ্ত হবে।
Design & Developed By: JM IT SOLUTION