
কালের খবরঃ 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভ্রাম্যমাণ অভিযানে প্রায় দুই হাজার ফুট চায়না দুয়ারী জাল আটক করে ধ্বংস করা হয়েছে।আজ সোমবার (২৫ আগস্ট) সকালে পৌরসভার আটাডাঙ্গা বাওড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী ও মৎস্য কর্মকর্তা মো. সাইয়্যাদুল ইসলাম।জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, দেশি মাছ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
                                Design & Developed By: JM IT SOLUTION