শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হুইল চেয়ার পেয়ে আনন্দিত ১৪ প্রতিবন্ধী কাশিয়ানীতে খেজুরের রস খেতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর কোটালীপাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে যুবক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গোপালগঞ্জে অগ্নিকান্ডে গোডাউন পুড়ে ছাই! ক্ষতি ২০ লাখ স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে খুদে শিক্ষার্থীরা পরিদর্শণ করলো জেলা প্রশাসকের কার্যালয়। টুঙ্গিপাড়ায় ৫৫০ জন ক্ষুদে শিক্ষার্থী পেল শীতবস্ত্র মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা গোপালগঞ্জে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক না করে বিল তুলে নেয়ায় প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

নানান আয়োজনে মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৪৭ Time View

মাদারীপুর প্রতিনিধিঃ

“নতুন বাংলাদেশ দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মাদারীপুর এর যৌথ উদ্যোগে উদ্যাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। আজ সোমবার(৯ ডিসেম্বর) সমন্বিত সরকারি অফিস ভবন, মাদারীপুর এর মাল্টিপারর্পস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়েস গ্রুপের সদস্য, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি),  বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও সমমনা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ জেলার বিভিন্ন পেশা ও সমাজের নাগরিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এদিন সকাল ৯ টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোছাঃ ইয়াসমিন আক্তার, জেলা প্রশাসক, মাদারীপুর। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জেলা প্রশাসক ও মোঃ আতিকুর রহমান, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর আগত অতিথিবৃন্দকে নিয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন। এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে দুর্নীতিবিরোধী মানববন্ধনে সকল অংশগ্রহণকারী ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গিকার করেন। উল্লেখ্য সরকারিভাবে এ বৎসর দিবসটির প্রতিপাদ্য ছিল, ’দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ’দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে জনাব আতিকুর রহমান, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর দুদক এর বিভিন্ন বিধি-বিধান তুলে ধরে দুদকের কার্যক্রম এর সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন। অনুষ্ঠানে, প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধে আজকের এই অঙ্গিকার ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। তিনি সকল সরকারী দপ্তরকে দুর্নীতিমুক্ত থেকে জনবান্ধব সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন এবং আহবান জানান, দুর্নীতিকে না বলুন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর এর সভাপতি খান মো. শহীদ বাংলাদেশ দুর্নীতি সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে খুব খারাপ অবস্থায় আছে বলে উল্লেখ করেন। পরিবর্তীত বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরো বেগবান করার জন্য টিআইবি’র সাথে কাজ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

শাহাদত হোসেন লিটন, সদস্য, সনাক, মাদারীপুর এর সঞ্চালনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়েজিত এই আলোচনা সভায় টিআইবি কর্তৃক প্রস্তুতকৃত ধারণাপত্র পাঠ করেন আঞ্জুমান আরা জুলিয়া, সদস্য, সনাক, মাদারীপুর। ধারণাপত্রে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১৪টি সুপারিশ প্রস্তাব করে। এগুলোর মধ্যে অন্যতম- দুদক এর জবাবদিহি নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ; দুদক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়ন; দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসমূহ যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ এবং এ রূপ সংস্থার গঠন, নিবন্ধন, ব্যবস্থাপনা-প্রক্রিয়া সহজতর করাসহ উদ্দেশ্যমূলকভাবে প্রশাসনিক হয়রানি রোধ; বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলিসহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন; দুর্নীতির বিরুদ্ধে শুন্য সহনশীলতার ফাঁকাবুলির সংস্কৃতি পরিহার করে সকল প্রকার-বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ; সরকারি ক্রয়-ব্যবস্থায় প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সকল দরপত্র ই-জিপি প্রক্রিয়ায় সম্পাদন; সরকারি কার্যে ব্যক্তি স্বার্থ চরিতার্থতা, স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ‘‘স্বার্থের দ্বন্দ্ব আইন’’ প্রণয়ন এবং অবাধ তথ্যপ্রবাহের অনুকুল পরিবেশ সৃষ্টির পাশাপাশি ভিন্নমত, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী নজরদারিভিত্তিক ভীতিকর পরিবেশ, তথা সকল জনগণের জন্য নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির সংস্কৃতি যেন আবার ফিরে না আসে সে ব্যবস্থা গ্রহণ। সভায় আরো বক্তব্য প্রদান করেন, মো: হাবিবুল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার, মাদারীপুর, মোসা: তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাদারীপুর, ওয়াদিয়া শাবাব, উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর, ডা: মুনির আহমাদ, সিভিল সার্জন, মাদারীপুর, জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর এবং সভাপতিত্ব করেন ডা: মুজিবুল হক, সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, মাদারীপুর। সভাপতির বক্তব্যে তিনি সকলকে দুর্নীতিমুক্ত জীবন গড়তে আহবান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION