কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূর আজকের খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।শুক্রবার (১৫ জুলাই)বিকাল চারটায গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে এ খেলা শুরু হয়।
খেলার শুরু থেকে আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা গোল করলেও তা অপ সাইডের কারণে বাতিল হয়। গোল শুন্য থেকে প্রথমার্ধের খেলা শেয় হয়। দ্বিতীয়ার্ধেও দুই দল নিজেদের রক্ষণভাগ ঠিক রেখে আক্রমানাত্বক খেলা খেলতে থাকে। দুই দল প্রানপন চেষ্টা করেও কোন গোল করতে না পারায় গোল শুন্যভাবে খেলা শেষ হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply