কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দোকান ঘরের উপর হামলা চালিয়ে ৫টি দোকান ঘর ভাংচুর করা হয়েছে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের আঘাতে কমপক্ষে ৫জন আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।আজ মঙ্গলবার (১৮জুন) সকালে উপজেলার কুশলা ইউনিয়নে বানিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, এদিন সকালে একই এলাকার ফরিদ আহম্মেদ লিটু লোকজন নিয়ে প্রতিপক্ষ মনির হাওলাদারের লোকজনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।হামলাকারীরা হামলা চালিয়ে লালনের মুদি দাকান, লিয়াকত কাজীর মুদি দোকান, মনির হাওলাদারের মুদি দোকান, মাসুমের দর্জির দোকান, ছবেদ আলীর বিকাশ ও মুদি দোকান ভাংচুর করে।এ সময় বাঁধা দিতে গেলে সাইজুদ্দিন সাখাওয়াত (৫৫), লিয়াকত কাজী (৪৮), মনির হাওলাদার (৪৫)সহ ৫জন আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বানিয়ারি গ্রামের শিক্ষক আব্দুল আউয়াল বলেন, মঙ্গলবার সকালে ফরিদ আহম্মেদ লিটু লোকজন নিয়ে মনির হাওলাদারের লোকজনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ৫টি দোকান ঘর ভাংচুর করেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।অভিযুক্ত ফরিদ আহম্মেদ লিটু সাংবাদিকদের মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি গতকাল সোমবার (১৭জুন) ঈদের নামাজ পড়ে খুলনা চলে আসছি। আজকে সকালে আমি এলাকায় ছিলাম না।কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply