
কালের খবরঃ
গোপালগঞ্জে র্যালী ও আলোচনাসভার মধ্যেদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র্যালীটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত।

এ আলোচনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রকিবুল হাসান লিমন, শ্রম পরিদর্শক (সেফটি) মোঃ জুয়েল হোসেন, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ মনিরুজ্জামান, জে কে পলিমারের কুতুব উদ্দিন, কাজী ফার্মসের রিপন রায়, আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের মনির হোসেন এবং আকিজ জুট মিলের প্রতিনিধিগণসহ আরও অনেকে বক্তব্য রাখেন।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান প্রধান, এজিও এবং গণমাধ্যাম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION