
কালের খবরঃ
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোড করে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সব সময় বলেন আমরা কারো সাথে শক্রুতা করতে চাই না, যদি কখনো কেউ আমাদের আক্রান্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছি।তিনি বলেন,সন্ত্রাসী দমনে আমাদের যথেষ্ট পরিমান সক্ষমতা আছে। আমাদের গ্রাউন্ড ফোর্সের প্রয়োজনে আমরা সম্পৃক্ত থাকি। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের সক্ষমতা আছে।
বুধবার (১২জুন) সকাল ১১ টায় তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।সম্প্রতি পর্বত্যাঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ প্রসঙ্গে বিমান বাহিনী প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলছে। ওই অভিযানের সাথে বিমান বাহিনীও জড়িত আছে। আমাদের অত্যাধুনিক ড্রোন আছে। গত সরকারের মেয়াদে বর্তমান সরকার এগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা এগুলো ব্যবহার করে ইনফরমেশন নিয়ে দৈনন্দিন কাজ করি। এই ইনফরমেশন যাদের প্রয়োজন আমরা তাদের শেয়ার করি।

অত্যাধুনিক হেলিকপ্টার ক্রয় প্রসঙ্গে বিমান বাহিনীর প্রধান বলেন, এই অত্যাধুনিক হেলিকপ্টার কেনার ব্যাপারে আমরা অনেক দুর এগিয়ে গিয়েছিলাম। কিন্তু করোনার কারণে বৈশ্বিক পরিস্থিতি কারনে এটা কেনা স্থাগিত আছে। তবে এরজন্য আমাদের কোন কিছুই থেমে থাকবে না।
বিমান বাহিনী প্রধান আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। এই বাহিনীর আধুনিকায়ন ও উন্নতির জন্য চেষ্টা করে যাবো। দেশবাসীর কাছে আমি দোয়াপ্রার্থী। যাতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি।
এরআগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। পুষ্পস্তবক অর্পণকালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট জাতির পিতার উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদর্শন করেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পনের পর বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি ( বাফওয়া) এর সভানেত্রী সালেহা খাঁন জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।
পরে তিনি ১৯৭৫ এর ১৫ আগস্টে বন্ধবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এরপর বিমান বাহিনীর প্রধান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম কবীর,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১১জুন ২০২৪ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন।
Design & Developed By: JM IT SOLUTION