
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১জুন)বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে বেলুন, পায়রা ও ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নীরুন্নাহার ইউসুফ ।

oplus_2
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার ও কৃষির অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন কৃষক রমজান আলী।এরপর অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষাণ- কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ১০ টি স্টল বসেছে। আগামী ১৩ জুন পর্যন্ত এ মেলা চলবে।
Design & Developed By: JM IT SOLUTION