টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো ঃ হারুন অর রশীদ বলেছে, উন্নয়নের একটা পূর্ব শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা এবং স্থিতিশীলতা। আজকে এই আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য উন্নয়নের এই যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সাথে সারথী ছিলেন তাদের মধ্যে আজকের এই পুলিশ এবং এলিট ফোর্স র্যাব রয়েছে।বুধবার (৫জুন) বিকেল ৩টায় দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের নয়া মহাপরিচালক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক, জঙ্গি-সন্ত্রাস দমন, জলদস্যু ও বনদস্যু এদেরকে নির্মূল করা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং নিরাপত্তা জনশৃংখলা রক্ষা অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এলিট ফোর্স র্যাবের রয়েছে এক ঐতিহ্য ও গৌরবজ্জ্বল ইতিহাস।
সাবেক র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান বেনজীর আহমেদ এর দুর্নীতি প্রসঙ্গে নয়া র্যাব প্রধান বলেন, একটা ফোর্স কখনো কারো দায় নিবে না। কেউ যদি কোন ভুল ত্রæটি করে থাকে তাহলে ফোর্স এ দায়ভার নেবেনা। কোন ব্যক্তির সাথে র্যাবের ভাবমূর্তির কোন বিষয় নেই।
এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর আগস্ট নিহত তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে র্যাব ডিজি পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মোঃ ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, র্যাব-১০ এর অধিনায়ক লে. কর্ণেল ফায়েজুল আরিফিন সহ র্যাবের উর্দ্ধতন কর্মকর্তাগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply