টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালুর লক্ষে ইন্টারনেট সংযোগ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার (৩মে) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।এ সময় ইন্টারনেট সংযোগের রাউটার, অনু সহ সাউন্ড বক্স, কি বোর্ড, মাউস ও মাল্টিফ্লাগ তুলে দেয়া হয় ।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখ প্রমূখ বক্তব্য রাখেন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন,
মাল্টিমিডিয়া ক্লাসরুমের গ্রাফ ও ছবি সুন্দরভাবে প্রদর্শন করা যায়। এছাড়া শ্রেণীকক্ষে সামনের বেঞ্চ ও পিছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা সমানভাবেই ক্লাস উপভোগ করতে পারে। ক্লাসে পরিবেশিত বিভিন্ন ডকুমেন্টারি, ধরা বর্ণনা ও তথ্যচিত্র থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করতে পারবে। শিখতে পারে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষক শিক্ষার্থীকে বিষয়বস্তু আরো পরিষ্কারভাবে বোঝাতে পারেন। তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে। এ কারণে উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নেয়া।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply