মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানী”র উদ্যোগে এ নাগরিক শোকসভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা পরিষদ হল রুমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সি,
বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, ফিরোজ খান, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য, সালাম শেখ, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য মুন্সী দিলিপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য বরকত উল্লাহ, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠিত শোকসভায় বক্তারা প্রয়াত মুকুল বোসের ছাত্র রাজনীতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ন্ন কর্মাকান্ডের কথা উল্লেখ করে স্মৃতি চারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর মুখ্য সংগঠক সম্পাদক আশরাফুল আলম পপলু। শোক সভায় কবিতা আবৃতি করেন মাহবুব হাসান বাবর। শোক সভায় রাজনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply