কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী কামরুল সেখের বসতঘর দুর্ত্তিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে ওই ব্যবসায়ীর অন্ততঃ ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি জানিয়েছেন।ব্যবসায়ী কামরুল সেখ সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩মে) গভীররাতে কে বা কারা আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়।
এসময় আমিসহ পরিবারের সদস্যরা অন্য ঘরে ঘুমিয়ে ছিলাম । আগুনে তাপ ও ধোয়ার গন্ধ্যে তাদের ঘুম ভাঙ্গলে তারা ঘরে আগুন জ্বলছে দেখতে পায়। পরে এলাকাবাসী প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে পুলিশকে খবর দিলে শুক্রবার (২৪ মে) ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করে।এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান জানান, বিষয়টি যেহেতু রাতের বেলায় ঘটেছে এবং কেউ দেখেনি তাই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply