
কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে শুক্রবার (২৪মে) বেলা সাড়ে ১১টাঢ এই মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২ দিন ব্যাপী ।

৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজাহারুল ইসলাম।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)শেখ শামছুল আরেফীন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১২ টি স্টলে তাদের প্রযুক্তিগত উদ্ভাবনী প্রদর্শন করে।
Design & Developed By: JM IT SOLUTION