কালের খবরঃ
গোপালগঞ্জে মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের ৩টি গরু পুড়ে মারা গেছে।শনিবার (১৮মে) রাতে গোপালগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, গোয়ালঘরে মশার উপদ্রব্য থেকে গরুদের রক্ষা করতে প্রতিদিন মশার কয়েল জ্বালানো হতো।
শনিবার শেষ রাতে গোয়ালঘরের মধ্যে কয়েলের মাধ্যমে এই অগ্নিকান্ড হয়। আগুন নেভানোর আগেই ঘরে থাকা তিনটি গরু পুড়ে ঝলসে গিয়ে মারা যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সাভিস কর্মীরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এই গরুর দুধ বিক্রি করে চলতো প্রতিবন্ধী পরিবারের খরচ। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে।এঘটনার পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply