কালের খবরঃ
নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে।জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় বৃহস্পতিবার(১৬মে) শহরের নিউ খান স্নাকস থেকে মাছের কারি, মুরগী মসল্লম , পানি, সালাদ সহ বিভিন্ন খাদ্যের নমূনা সংগহ করা হয়।এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম, জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের কনসালট্যান্ট শাহ আরাফাত,
গোপালগঞ্জ জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে আমরা জেলার হোটেল রেস্তরা থেকে খাবারের নমূনা সংগ্রহ শুরু করেছি। এগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। এছাড়া হোস্টেল রেস্তরা কর্মচারী স্বাস্থ্য ও হোটেলের প্লেটসহ অন্যন্য উপকরণ তাৎক্ষনিকভাবে পরীক্ষা করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply