কালের খবরঃ
গোপালগঞ্জে ব্রজপাতে এক কৃষক নিহত ও দুইটি গরুর মৃত্যু হয়েছে।এসময় অপর এক কৃষক আহত হয়।সোমবার (৬মে)সন্ধ্যা সাড়ে ৬টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথরগ্রামে ব্রজপাতে ধানকাটা কৃষক ও কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক অখিল হালদারের দুইটি গরু বজ্রপাতে মৃত্যু হয়। কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস ও কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজন কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।চেয়ারম্যান দেবদুলাল বলেন দুই কৃষক বিলের মধ্যে ধান কাটতেছিল। হঠাৎকরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।এসময় বজ্রপাতে দুইজনই মারাত্মক আহত হয়। আহত কৃষকদের প্রথমে স্থানীয়রা সাতপাড় বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসলে গ্রাম্য ডাক্তার একজনকে মৃত বলে ঘোষনা করেন। অপর কৃষকের জ্ঞান না ফেরায় দুইজনকে নিয়ে খুলনা চলে যায়।এই দুই কৃষকের বাড়ি খুলনা জেলার তেরখাদা এলাকায়। তাই এদের নাম পরিচয় আমরা জানতে পারিনি।অপর দিকে কোটালীপাড়ার কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজন কুমার বিশ্বাস বলেন, নলুয়া গ্রামের অখিল হালদারের গোয়ালে গরুদুটি বাঁধা ছিল।বৃষ্টির মধ্যে গোয়ালের পাশে বজ্রপাত হয়। এসময় দুইটি গরুর মৃত্যু হয়।এতে প্রায় দুইলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply