কালের খবরঃ
গোপালগঞ্জে ২৮ হাজার ২ শত টাকার জাল টাকা সহ রিপন মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৫ মে) রাত সাড়ে ৮টায় জেলা শহরের হাসপাতাল রোড এলাকা থেকে ওই জাল টাকা ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনগণ। পরে পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয়।রিপন মোল্লা জেলার কাশিয়ানী উপজেলার পুইশর ইউনিয়নের দেবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান জানিয়েছেন, জেলা শহরের হাসপাতাল রোড এলাকা থেকে স্থানীয় লোকজন জাল টাকা সহ এই প্রতারক ব্যবসায়ীকে ধরে পুলিশের সোপার্দ করে। পরে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক হাজার, পাঁচশত ও একশত টাকার মোট ২৮ হাজার দুই শত টাকা জাল টাকা উদ্ধার করা হয়।তিনি আরো জানান, রিপনের নামে এর আগেও টাকার মামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানুষের সাথে চিটিং করার অভিযোগও রয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply