কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডাকাতি কাজে ব্যবহৃত র্যাবের নকল পোশাক,ওকিটকি,নকল পিস্তল সহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে পুলিশ।মুন্সিগঞ্জ থানার গজারিয়া পুলিশের একটি দল কাশিয়ানী পুলিশের সহায়তায় রবিবার (২৮ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতদের ভাড়া করা ওই গ্রামের হাবিবুর মোল্লার বাড়ির নিচ তালার একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করে নিয়ে যায়। অভিযান চলাকালে ঘরে কেউকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কে.এম.রিয়াজুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান বাড়ি ফেরার পথে বিকেল ৪টার ঢাকা-চট্রগ্রামের মহাসড়কে এশিয়া ট্রন্সপোর্টের এটি বাসের গতি রোধ করে তাকে র্যাবের ভূয়া সদস্যরা তাদের মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়।
ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউল-এর নেতৃত্বে অস্ত্রের মুখে তারা(নুরুজ্জামান)কাছে থাকা নগদ ১৭ লাখ টাকা ও ২৮ লাখ টাকার স্বর্নালংকার মোট ৪৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় এবং পরে নারায়নগঞ্জ জেলার বন্দর এলাকার লাঙ্গলবন্ধ থানার একটি ইটের ভাটার পাশে ফেলে রেখে চলে যায়।
এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে এবং মাইক্রোবাসের ড্রাইভার নজরুলকে পুলিশ গ্রেফতার করে।তার দেয়া তথ্য অনুযায়ী আজ রবিবার সকালে পুলিশ এসব মালামাল উদ্ধার করে।ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে।তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply