কালের খবরঃ
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাসুরের বিরুদ্ধে শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল)গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । এসিড সন্ত্রাসের শিকার শারমিন বেগম গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেরবেডে শুয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আমার বাবা হানিফ মুন্সীকে একটি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় আমার চাচাতো ভাসুর শাহীন মুন্সী। বাবাকে মামলা থেকে রক্ষা করতে আদালতে গিয়ে দেখভাল করতে হয় আমাকে। তাই আমাকে এই নিয়ে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে গত বুধবার রাতে শ্বশুর বাড়ীর একটি রুমে আমি ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে চাচাতো ভাসুর শাহীন, তার স্ত্রী ও অপর একজনকে নিয়ে আমার ঘরে ঢুকে চুল ধরে খাট থেকে নিচে নামায় ,গালাগাল ও মারধর করে।
এসময় আমার চিৎকারে ৬বছর ছেলের ঘুম ভাঙ্গলে ওরা আমার গায়ে এসিড ঢেলে পালিয়ে যায়। পরে আমাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে আহত শারমিন ও পরিবারের সদস্যরা।
গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস বলেন, এসিড নিক্ষেপের কারনে শারমিনের শরীরের ১০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সে এখন শংকামুক্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ঘটনারপর এলাকা পরিদর্শন করা হয়েছে।এসিড আক্রান্ত নারীকে দেখতে হাসপাতালে যাওয়া হয়। মৌখিক ভাবে বিষয়টি জেনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা পলাতক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তি পদক্ষেপ গ্রহণকরা হবে।তবে এ বিষয়টি সিইউডিকে জানানো হয়েছে তারা তাদের মতো করে ভিকটিমের সঙ্গে কথা বলেছে এবং আলামত সংগ্রহ করেছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply