কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাঁটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মারধরে নিরব শেখ (১৬)নিহত হয়েছে।সে পোনা গ্রামের ফোরকান শেখের ছেলে। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাচাতো ভাইদের মারধরের শিকার হয়ে মারাত্মক আহত হয় নিরব। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিরব মারা যায়।
এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে চাচা আব্দুল শেখ ও তার ছেলে আলামিন শেখের নেতৃত্বে হামলা করলে নিরব শেখ সহ ৪ জন আহত হয়।রাতে চিকিৎসাধিন অবস্থায় নিরব মারা যায়।
অ্ন্যদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সাহিদ শেখ(৩৩)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে আইকদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে।রবিবার (১৪ এপ্রিল)রাত ৮টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের মিঠাপুকুর নামক স্থান থেকে ওই ব্যক্তির অচেতন দেহ এলাকাবাসী দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম মরহেদ উদ্বারের বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহের শরীরে বুকে, পিঠে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যেতে পারে দূর্বৃত্তরা।মরদেহের ময়না তদন্তের জন্য সোমবার (১৫ এপ্রিল) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ কর্মকর্তাগণ জানিয়েছেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply