কালের খবরঃ
চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে দোষীদের বিচারের দাবীতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হরিজন সম্প্রদায়ের সদস্যরা।তারা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রায় দুই ঘন্টা অবস্থান নিয়ে আন্দোলন করে।পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ৩টার দিকে এ অবস্থান কর্মসূচী উঠিয়ে নেয়া হয়।
আন্দোলনকালে হরিজন সম্প্রদায়ের লোকজন জানায়, বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টার দিকে হরিজন সম্প্রদায়ের সাধারন সম্পাদক খোকন জমাদ্দার(৪৫)শারিরীক অসুস্থতা নিয়ে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।সেখান থেকে তাকে ওই সময়েই শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে ওই ব্যক্তির সঠিক চিকিৎসা দেয়া হয়নি বলে তার স্বজন ও সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন। তারা জানান, তারা চিকিৎসকদেরকে বারবার বলেছেন এখানে চিকিৎসা না হলে তারা বাইরে নিয়ে যাবে।তাতেও চিকিৎসকেরা সায় দেয়নি বলে তার স্বজনেরা অভিযোগ করেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপর ১টার দিকে তাকে চিকিৎসকেরা মৃত ঘোষনা করলে স্বজন ও সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দোষী চিকিৎসকদের শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে।
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো,রোগীর চিকিৎসায় কোন ক্রুটি হয়নি। ঈদের সময় চিকিৎসক সংকট ছিল। রাতে জুনিয়র সিকিৎসকের পাশাপাশি সিনিয়র চিকিৎসকও ডিউটিতে ছিল। তারা সবাই সাধ্যমত চিকিৎসা সেবা দিয়েছেন। তবে ওই ব্যক্তির মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশও করছি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের কোন ধরনের সত্যতা পেলে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply