কালের খবরঃ
আগামীতে জাতীয় পাঠ্যক্রমে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে এমন মন্তব্য করে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, অনেকে শিক্ষিত হয়েও জমি-জমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাদেরকে এগুলো বুঝাতে হবে। তাই আগামীতে আমরা ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনগন যাতে কিছু ধারণা পেতে পারেন সেজন্য এসএসসি-র পাঠ্যক্রমে জমি-জমা বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করেছি।
তিনি রবিবার (৩১ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসংগতি রয়েছে তা দূর করা দরকার। এজন্য সকলকে সচেতন হওয়া এবং জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখার উপর জোর দিতে হবে।
তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমি জমার অসংগতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকল জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমিসেবায় দুর্নীতি প্রতিরোধে আমরা কাজ করব ।
ভূমিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির মাধ্যমে কাজ করে যাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্র থেকে দুর্নীতির মূলোৎপাটন করা হবে।
মন্ত্রী উপস্থিত অংশীজনদের উদ্দেশ্যে বলেন, দেশের ৩২টি উপজেলা সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের সাথে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস এবং পাটগাতী ও কুশলী ইউনিয়ন ভূমি অফিস ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচীর আওতাভুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত জেলা পর্যায়ের প্রথম মতবিনিময় সভা গোপালগঞ্জ থেকেই শুরু হলো । ১৮০ দিনের কর্মসূচির জন্য বাছাইকৃত জাতির পিতার স্মৃতিধন্য গোপালগঞ্জের ভূমি অফিস সমূহ ভূমিসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান , ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদসহ ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোপালগঞ্জ কালেক্টরেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শামছুল আরেফীন, ( রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার,(সার্বিক) মোঃ গোলাম কবির, সিনিয়র সহকারী কমিশনার রাসনা শারমিন মিথি,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসীন উদ্দিন, ও স্থানীয় ভূমি অফিসের আওতাভুক্ত ভূমি কর্মকর্তাগণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, ভূমি সংক্রান্ত সমস্যাগ্রস্থ স্থানীয় নাগরিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত জনগনের উদ্দেশ্যে ভূমি ব্যবস্থা আধুনিকায়ন এবং মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনার ব্যাপারে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপনা করেন। এ সময় সচিব বলেন, ভূমি মন্ত্রণালয় শীগগিরই আরও অধিক সক্ষমতা সম্পন্ন সার্ভার থেকে ভূমিসেবা প্রদান শুরু করবে। তাতে জনগণ উপকৃত হবেন।
এই মতবিনিময় সভায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুদ্ধাচার কর্মকৌশল বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার, তথ্য অধিকার আইন এবং সিটিজেন চার্টার বিষয়েও সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ভূমিসেবা গ্রহীতাগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং মতামত প্রদান করেন। এসময় সচিব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সমাধানের কৌশল বলে দেন।
এর আগে গোপালগঞ্জ সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা।ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ভূমি সেবার মান আরো উন্নত করার জন্য জেলা পর্যায়ের ভূমি সংক্রান্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন।এ কর্মশালায় গোপালগঞ্জ জেলার সকল পর্যায়ের ভূমি কর্মকর্তারা অংশ গ্রহন করেন। এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম কর্মশালায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবায় দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। এ ক্ষেতে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রী এসময় দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার পাশাপাশি ভূমিসেবা গ্রহীতাদের সাথে আন্তরিক ব্যবহারের উপরও গুরুত্বারোপ করেন।
এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এসময় ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমিমন্ত্রীর সফরসঙ্গী ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রর্থণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply