কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সুদের পাওনা টাকা না দেয়ায় জিমি আক্তার (৩০) কে বাড়িতে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী নুর আলম আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছেন৷ খুনের ঘটনায় অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ রবিবার (৩ জুলাই)রাত সোয়া ১১টার দিকে উপজেলার পাইকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে৷ এ ঘটনায় আহত নুর আলমের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সোমবার (৪জুলাই) সকালে ২৫ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা ও বাদী সূত্রে জানাগেছে, পাইকদিয়া গ্রামের হালিম মোল্যার ছেলে অসিম মোল্যার কাছ থেকে সুদে ২ লাখ টাকা ছয় মাসের জন্য সুদে নেয় নুর আলম।এর সুদ বাবদ তাকে ৫০মণ ধান দেয়ার কথা ছিল। আর ২ লাখ টাকার জামানত হিসেবে জিমি বেগমের ব্যাংক হিসাবের চারটি চেক জমা রাখে। কিন্তু এবছর আকস্মিক বর্ষার কারনে পানিতে ধান নষ্ট হয়ে যাওয়ায় প্রতিশ্রুতি রাখতে পারেনি। এই নিয়ে বেশ কয়েকবার আমার ভাইকে মারপিট ও খুন করার হুমকি দিয়ে আসছিল। এই নিয়ে বেশ কিছুদিন আগে একটি সালিশ হয়। তাতে আগামী ৩০ কার্তিক(১৫ নভেম্বর) ঋণের টাকা ফেরৎ দেয়ার কথা রয়েছে। কিন্তু গত রবিবার রাতে অসিম মোল্যা আমার ভাইকে বলে তোদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা আমার অন্য ভাইদের সামনে এসে আবার বলতে হবে। এই বলে ভঅই ও ভাবীকে ডেকে নিয়ে যায়। টাকা না দেয়ার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে পাওনাদার অসিম মোল্যার ভাই ফারুক মোল্যা নুর আলমকে মারপিট করে। এসময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। এক পর্যায়ে তাদের দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে মারত্মক আহত করে ৷ পরে তাদের আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক জিমি আক্তারকে মৃত ঘোষণা করেন৷ স্বামী নুর আলমের অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে জিমি আক্তার নামে এক নারী খুন হয়েছে৷ তার লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে৷ তার স্বামী ফরিদপুর মেডিকেলে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় একটি মামলা হয়েছে।পুলিশ ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতে পাঠানো হবে। বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply