মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৭.৫১ এএম
  • ২৬৪ Time View

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা সূচনা করা হয়।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পন করে প্রথমে জেলা প্রশাসক ও পরে পুলিশ সুপার শ্রদ্ধা জানান।

এরপর গোপালগঞ্জ জেলা পরিষদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ-সংগঠন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION