কালের খবরঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। প্রথমে সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর পাড়ের বধ্যভূমির শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার(২৫মার্চ) জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আল বেলী আফিফার নেতৃত্বে পুলিশ প্রশাসন। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের নেতৃত্বে আওয়ামীলীগ।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অফ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমানের নেতৃত্বে জেলা পরিষদ। মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে ৭১-এর ২৫ শে মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসীন উদ্দিন, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন প্রমূখ । সভায় জেলfর বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আংশগ্রহণ করেন।
এ ছাড়া দুপুর ১২ টায় স্থানীয় পৌর পার্কে গনহত্যার উপর নির্মিত দুর্লভ আলোক চিত্র প্রদর্শনী, বাদ আছর জেলাব্যাপী ২৫ মার্চের রাতে নিহতদের স্মরনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং রাত ১০টায় ১ মিনিটের জন্য জেলায় প্রতিকী ব্লাক আউট পালন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply