কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শনিবার (২৩ মার্চ) র্যাব-৬ এর কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প-এর সদস্যরা গোপান সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেট কারে থাকা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে, র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকরে। এসময় অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়ার শওকত আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩০) কে আটক করে। এ সময় গাড়ীতে থাকা ১৫ কেজি গাঁজা সহ প্রাইভেটকারটি আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাদক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মামলা দায়েরের পর আটককৃত মাদক ব্যবসায়ীকে শনিবার বিকালে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply