কালরে খবরঃ
গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা সহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (১৭ মার্চ) গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রাম থেকে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্প-০৬ এর সদস্যরা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করে তারা।
গ্রেপ্তারকৃতর হলোঃ গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোঃ আবু তালেব শেখের ছেলে আজিজ শেখ (২৬), একই গ্রামের আদর্শ গ্রামের বাসিন্দাখোরশেদ আলমের জাবেদ হোসেন,ছেলে চট্রগ্রামের মিরশরাই উপজেলার ধুম গ্রামের জহুরুল হকের ছেলে আরিফ হোসেন ও বাঁশখালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইমানুর রহমান।
র্যাব-০৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এক প্রেস বিজ্ঞপ্তীতে জানিয়েছেন গোপন সংবাদ ছিল একটি পিকআপে করে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে ৪ মাদক ব্যবসায়ী।এমন খবরের ভিত্তিত্বে র্যাব অভিযান চালায়। অভিযানে এদের পিকআপে থাকা ৫০ কেজি গাঁজাসহ ৪জন গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিকেলে গোপালগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply