কালের খবরঃ
গোপালগঞ্জে বেসন ও হলুদ গুড়ায় ভেজাল দেয়া ও মূল্য তালিকা না টাঙ্গানোর আপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ অফিস অভিযান পরিচালনা কওে এই জরিমানা করে। শনিবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরের বড় বাজার এলাকায় অভিযানে নামে এই দপ্তার। অভিযান চালাকালে একটি মশলা তৈরী মিল ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামীম হাসান জানান, গোপালগঞ্জ বড় বাজারের মেসার্স মাসুদ তালুকদার নামে একটি মসলা গুড়া করা মিলে অভিযান চালানো হয়। সেখানে ময়লা যুক্ত শুকনা মরিচ, পঁচা হলুদ গুড়া ও বেসন পাওয়ায় মিল মালিক মাসুদ তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংশ করা হয়|
এছাড়া মূল্য তালিকা না টানানোর অপরাধে বাজারের ফলমার্কেট এলাকার দুটি মেসার্স আরিফ ফল ভান্ডার ও মেসার্স ইয়াসিন ফল ভান্ডারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে গোপালগঞ্জ জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ক্যাবের সভাপতি আমজাদ হোসেন, বড় বাজার কমিটির সভাপতি দাউদ আলী শেখসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply