কালের খবরঃ
‘ডাল: মাটি ও মানুষের পুষ্টি’ এই প্রতিপাদ্যে সোমবার( ১১ মার্চ) গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর আঞ্চলিক ডালগবেষণা কেন্দ্রের স্বক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. এম.এম কামরুজ্জামান।
বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো মতিয়ার রহমান, ড. মোঃ আবু হেনা ছরোয়ার জাহান, ড. মোঃ ছালেহ উদ্দিন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান ড. মহসীন উদ্দিন প্রমূখ। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ৩০ জন কৃষক অংশ গ্রহন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply