কালের খবরঃ
জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা-২০২৪ শেষ হয়েছে। রবিবার (১০ মার্চ) কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ ফাইনাল খেলায় কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ২২-২১ পয়েন্টের ব্যবধানে বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জহিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান মানি।জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।খেলা পরিচালনা করেন কবাডি ফেডারেশনের রেফারি জনাব প্রসেনজিৎ বিশ্বাস।
অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি, জহিরুল আলম বলেন, জাতির পিতার পূণ্যভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া কাবাডি খেলার জন্য অত্যন্ত জনপ্রিয়। কাবাডি আমাদের জাতীয় খেলা। আজকের প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা রানার্সআপ হয়েছ তোমাদের জন্যও শুভকামনা রইল ৷ টুঙ্গিপাড়া উপজেলা থেকে নতুন করে কাবাডির বিপ্লব ঘটাতে হবে। সবাই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চর্চা বাড়াতে হবে। এতে করে আমরা সুস্থ সুন্দর জাতি উপহার দিতে পারবো।
Design & Developed By: JM IT SOLUTION