মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মুকসুদপুরের সর্দি গ্রামে নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেহেদী বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ঈদকে সামনে রেখে এসব মেহেদী তৈরী ও মজুদ করা হয়।বুধবার (৬ মার্চ) দুপুরে ওই নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল মেহেদী তৈরীর মালামাল ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আসছে ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দি গ্রামে অবস্থিত মেসার্স নুর কসমেটিকস এর মালিক মোঃ নিরু মিয়া কারখানায় নেহা,কাবেরী,অর্গানিক, কাশ্মিমিরি নামে দেশী বিদেশী বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে নকল মেহেদী তৈরী করে মজুদ করছে। এখন গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানায় যেসব মেহেদী পাওয়া গেছে সেগুলো সবার সামনে ধ্বংস করা হয়েছে। এসময় নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুনসহ মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply