কালের খবরঃ
গোপালগঞ্জে নেশাগ্রস্থ ছেলের ঝুপির কোপে আহত হয়ে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাবা মানস শিরালী। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত মানস এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এদিন নেশাগ্রস্থ ছেলে ইমন শিরালী উৎপল (১৬)তার বাবাকে মটর সাইকেল কিনে দিতে চাপ সৃস্টি করে। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ঘরে থাকা মাছ শিকারের ঝুপি দিয়ে বাবাকে লক্ষ্য করে কোপছোড়ে। কোপটি বাবার ডান হাতের ডানায় গিয়ে বিদ্ধ হয়।এতে সে আহত হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা আহত মানসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং অনেকটা সুস্থ।
এ বিষয়ে অভিযুক্ত উৎপলের ঠাকুরদা ( দাদা) সুশীল শিরালী নাতি উৎপল শিরালী সহ তার সঙ্গীয় অপর দুই জনের বিরুদ্ধে ওই দিন রাতে গোপালগঞ্জ সদর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। এ ঘটনার পর থেকে উৎপল বাড়ি ছেড়ে পালিয়েছে। আহত উৎপল শিরালীর বাবা মানস শিরালী সাংবাদিকদের বলেন,সন্তানটি অল্প বয়সেই নেশাগ্রস্থ হয়ে পড়ে। তার ফলশ্রæতিতে প্রায়ই টাকার জন্য বাড়িতে অশান্তি করতো। ঘটনারদিন মটর সাইকেল কিনে দিতে বায়না ধরে। এতে অপারগতা প্রকাশ করলে ঘরে থাকা মাছ শিকারের ঝুপি দিয়ে আমাকে কুপিয়ে আহত করে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযুক্ত পোতারসহ তিনজনের বিরুদ্ধে দাদা বাদী হয়ে একটি অভিযোগ পত্র দিয়েছেন। অভিযুক্তকে প্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply