কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শাখার আয়োজনে এই গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোপিনাথপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বৃহ্স্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক মুহম্মদ মমিনুল ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মুখ্য নিরিক্ষা কর্মকর্তা প্রসান্ত কুমার দাস ও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাহেব আলী মোল্লা (টুকু)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যাবস্থাপক অমিতাব বচ্চন হীরা,
অফিসার মোহাম্মদ আসিকুর রহমান,মোঃ সেলিম আল সাবাহ।এসময় গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ খায়রুল ইসলাম,মোঃ মাসুদুর রহমান, সুমন মোল্লা।সমাবেশে জানানো হয় এ শাখা থেকে ৪টি খাতে মোট ষাট লক্ষ চল্লিশ হাজার টাকা ঋন দেওয়া হয়েছে। এর মধ্যে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আদায় করা হয়েছে এবং আমানত সংগ্রহ করা হয়েছে দশ লক্ষ বার হাজার টাকা। পরে সি এসএম ই , প্রানি সম্পদ, শস্য ও মৎস্য এই ৪টি খাতে দশ জনকে অনুমোদন পত্র প্রদান করেন প্রধান অতিথি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply