কালের খবরঃ
গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) গভীর রাতে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে এসব সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত সহায়তা কর্মসূচীর মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামে ও কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি,১ কেজি লবন,১০০ গ্রাম হলুদগুড়া ও ১০০ গ্রাম মরিচ গুড়া।এছাড়া যেসব পরিবারের ছেলে মেয়ে লেখা পড়া করছে তাদের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক সহায়াতা দেয়া হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, আমি গভীর রাতে এই দুইটি গ্রামে যাই। অনেক পরিবারের সদস্যদের ঘুম থেকে ডেকে উঠাই। সেখানে আমার চোখে যেসব পরিবারের ঘরবাড়ি জরাজির্ণ বা দরিদ্র বলে মনে হয়েছে তাদের দুয়ারে গিয়ে কড়ানাড়ি। প্রথমে পরিবারের খোঁজখবর নিই। পেশা, আয়ের উৎস্য,ছেলে মেয়েদের লেখাপড়া ও আর্থিক অবস্থা বিস্তারিত জেনে প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করি। বৃহস্পতিবার রাতে ৩০টি দরিদ্র পরিবারে গিয়ে তাদের খোঁজ খবর জেনে নগদ অর্থ খাদ্য সহায়তা ও কম্বল দেয়া হয়েছে। আগামীতে জেলার আরো যেসব উপজেলা বা গ্রাম রয়েছে সেখানেও পর্যায় ক্রমে ঘুরে ঘুরে এই কার্যক্রম অব্যাহত রাখবো।
একই দিন দুপুরে কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে যান জেলা প্রশাসক। সেখানে আশ্রিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন,শোনেন তাদের সমস্যা ও সম্ভাবনার কথা। আশ্রয়ণ কেন্দ্রের সদস্যদের চাহিদা ছিল সুপেয় পানির জন্য নলকুপ স্থাপন, গোসলের জন্য পুকুরে ঘাটলা নির্মাণ ও একটি মন্দিরে বিদ্যুৎ সংযোগ। এসব দাবী মেনে নিয়ে সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে দেয়ার ঘোষণা করেন তিনি।
এর আগে তিনি কোটালীপাড়া সদরের বাগান উত্তরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন। পরিদর্শণ কালে বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নেন। পরে পঞ্চম শ্রেণির ক্লাস রুমে ঢুকে ছাত্র ছাত্রীদের লেখাপড়া নিয়ে কথা বলেন।
এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে গ্রামার টেন্স ও গণিত বিষয়ে যোগ-বিয়োগ ও ঐকিক নিয়মের অংক করান। পরে তিনি কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শণ করেন ও পরিষদের চেয়ারম্যান ভীম চরন বাকচীর কাছে এলাকার মানুষের খোজঁখবর নেন।
এসময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট রন্টি পোদ্দার, আরডিসি রাসনা শারমিন মিথি সহকারী কমিশনার (ভূমি), মোঃ সাইফুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION