কালের খবরঃ
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’। প্রতিবছরের ন্যায় এবারও আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এ উৎসব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১জুলাই) গোপালগঞ্জ শহরের রাই রসরাজ সেবাশ্রম, পাচুড়িয়ার ইস্কন মন্দির, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের বাড়িতে, মুকসুদপুরের জলিরপাড়সহ বিভিন্ন স্থানে রথযাত্রা পালিত হয়।
অনুষ্ঠানে আগত ভক্তরা রথের রশি টেনে ও পূজার মাধ্যমে এ রথযাত্রা পালন করে থাকে। রথযাত্রা উপলক্ষে প্রতিটি স্থানে বসে মেলা। আগামী শুক্রবার (৮জুলাই)উল্টো রথের রশি টানার মধ্য দিয়ে এই রথযাত্রা অনুষ্ঠান শেষ হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply