কালের খবরঃ
গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মতৃভাষা দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রং তুলিতে আঁকলেন শহীদ মিনার ও জাতীয় পতাকা। প্রজ্জ্বলিত গোপালগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করে। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে জেলা সদরের মহিলাঙ্গণ প্রতিবন্ধী স্কুলে এই চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় গোপালগঞ্জের বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা অংকন করেন শহীদ মিনার, জাতীয় পতাকা ও প্রাকৃতিক দৃশ্য।এসব শিশুদের সুবিধামত সময়ে জেলা প্রশাসনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিবন্ধী শিশুদের ছবির মাধ্যমে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরায় আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।আর আয়োজক সংগঠনের পরিচালক মোঃ রজিব মিয়া ( শাওন) জানিয়েছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অনেকটা পিছিয়ে পড়া মানুষ। এদের শহীদ দিবস ও ভাষা আন্দোলন সম্পর্কে ধারনা দিতে প্রজ্জ্বলিত গোপালগঞ্জ এই উদ্যোগ গ্রহণ করে।
Design & Developed By: JM IT SOLUTION