কালের খবরঃ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশ সুপার আল বেলী আফিফার নেতৃত্বে পুলিশ প্রশাসন। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রাত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের সাধারন মানুষ।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ সংসদ,জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সহ গোপালগঞ্জ জেলা ও
টুঙ্গীপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচী পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১-শে ফেব্রæয়ারি ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা
হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নের্তৃবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply