কালের খবরঃ
এসএসসি পরীক্ষা দেয়া হলো না লামিয়ার (১৬)। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে চাচার হাতে খুন হলো লামিয়া ও তার মা বিউটি বেগমকে (৩৮)। এঘটনায় আহত হয়েছে লামিয়ার ছোট বোন অন্তরাও (১২)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটিনাটি ঘটেছে, রবিবার (১৮ ফেব্রুয়ারী)সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।
নিহতরা কৃষক টুকু মিনার স্ত্রী ও মেয়ে। লামিয়া জালালাবাদ ইউনিয়নের খালিয়া ইউনাইটেড একাডেমী থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানিয়েছে, বড় ভাই হারুন মিনার সাথে মেঝ ভাই টুকু মিনার বাড়ীর জমির সীমানা বিরোধ চলছিলো। আজ সন্ধ্যায় টুকু মিনার মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া বাড়ীর সীমানায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। তখন বড় চাচা হারুন মিয়া লামিয়াকে ওই স্থানে থেকে সরে যেতে বলে।
এনিয়ে লামিয়ার সাথে চাচা হারুন মিনার ঝগড়াঝাটি শুরু হয়। তখন লামিয়ার মা বিউটি বেগম ও ছোট বোন অন্তরা ঘটনাস্থলে আসলে চাচা হারুন মিনা দেশীয় অস্ত্র (কাতরা) দিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের পেটে কুপিয়ে গুরুতর আহত করে। প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলে লামিয়া ও তার মায়ের মৃত্যু ঘটে। এসময় অন্তরা ঠেকাতে গেলে অন্তরার হাতেও কোপ লাগে। পরে স্থানীয়রা হতাহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত অন্তরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমাস আল রাজী ঘটনার সত্যতার স্বীকার করে বলেছেন, এ ঘটনার সাথে জড়িত হারুন মিনা ও তার স্ত্রীসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply