কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে ২ গোলে এগিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। এতে লীগ চ্যাম্পিয়ন হবার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লো ঐতিহ্যবাহী আকাশী জার্সীধারীরা।
শনিবার (১৭ ফেব্রুয়ারী)বিকাল তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে আতিথ্য দেয় স্বাগতিক ঢাকা আবাহনী। খেলার শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ঢাকা আবাহনী। তবে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ঢাকা আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে বিরতির শেষ মুহুর্তে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ গোল করে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় চট্টগ্রাম আবাহনী। ৫৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ নিজের দ্বিতীয় গোল করলে ২-২ গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এরপর গোলের জন্য দু’দলই আক্রমনের ধার বাড়ালে সহজ সুযোগ নষ্টের মহড়ায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে।
৮ খেলায় ৪ জয়, ২ ড্র আর ২ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বারে ঢাকা আবাহনী। আর সমান খেলায় ২ জয়, ৪ ড্র আর ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে বন্দর নগরীর দলটি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply