মুকসুদপুর প্রতিনিধিঃ
“বদলে যাবে সারা দেশ, দুধে মাংশে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয় এ্যানিমেল প্রজনন মেলা। এসিআই এ্যানিমাল জেনেটিক্স এর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। সিমেন দ্বারা উৎপাদিত গবাদি পশু (গরুর) বাছুরের প্রজেনী মেলা শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠে হয়ে থাকে। কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রজেনী মেলায় ৩০ টি ষ্টলে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেনের উৎপাদিত গবাদি পশুর (গরুর) বাছুর নিয়ে আসেন উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা। এসব গরুর বাছুরের স্বাস্থ্য পরীক্ষা ও গবাদি পশুর খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। এসিআই এ্যানিমাল জেনেটিক্স বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, এসিআই এ্যানিমাল জেনেটিক্স চিফ এ্যাডভাইজার ডা. অরবিন্দ কুমারা সাহা, হেলথ চিফ এ্যাডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বাটিকামারী ইউপি চেয়ারম্যান এবাদত মাতুব্বর, বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু ভুইয়া প্রমুখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply