কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ধর্মীয় যাত্রাপালা। সরস্বতী পূঁজা উপলক্ষ্যে কোটালীপাড়া উপজেলার রামশীল মর্ডান ক্লাব এই যাত্রা পালার আয়োজন করে। শুক্রবার (১৬ ফেব্রæয়ারী) রাতে রামশীল হাই স্কুল মাঠে এই যাত্রাপালা অনুষ্ঠিত হয়।যাত্রা পালা পরিবেশন করেন খুলনার খ্যাতনামা যাত্রা শিল্পীরা।
এদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন ধর্মের নানান শ্রেণি পেশার মানুষ এই যাত্রাপালা দেখতে আসেন। শিল্পীদের অভিনয়ের সাথে তাল মিলিয়ে হাজারও দর্শক করতালি ও হর্ষধ্বনী দিয়ে আনন্দ উপভোগ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় রামশীল মর্ডান ক্লাবের প্রধান উপদেষ্টা নিহার রঞ্জন বাড়ৈ, সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ, সাধারন সম্পাদক সুমন বাড়ৈ সহ মর্ডান ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।
যাত্রা দেখতে আসা রামশীল গ্রামের সবিতা রানী সরকার বলেন, আজকে বৃন্দাবনে কৃষ্ণ কালী যাত্রাপালা দেখে খুব আনন্দ পেয়েছি, আধুনিকতার এই সময়ে এমন যাত্রা দেখা যায়নাভ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলার পুরানো ঐতিহ্য ফিরে পেলাম।
কলেজপড়ুয়া ছাত্র অনিক বলেন, আধুনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপরীতে এই ধরনের সামাজিক অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। বেশী বেশী এই ধরনের আয়োজন হলে বাঙ্গালী সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাবে। তাই আয়োজকদের ধন্যবাদ জানাই।
মর্ডান ক্লাবের সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ বলেন, আমাদের সংগঠন সব সময় সমাজিক কর্মকান্ড পরিচালনা কওে থাকে। প্রতি বছর আমারা সরস্বতী পূঁজায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতি অনুষ্ঠান করে থাকি, এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করি।
এছাড়া এলাকায় দরিদ্র মেধাবী ছেলে মেয়ে যদি আর্থির অসুবিধার জন্য লেখাপড়া না করতে পারে এই সময় আমরা ক্লাব থেকে তার লেখা পড়ার দায়িত্ব গ্রহন করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেব দুলাল বসু পল্টু বলেন, মর্ডাণ ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের সামাজিক যাত্রাপালার আয়োজন করার জন্য। এটা সামাজিক কৃষ্টি কালচারের একটি অংশ। এর মাধ্যমে সমাজের সামাজিক সম্পৃতি বৃদ্ধি পাবে। সমাজ থেকে হিংসা বিদ্দেষ কমে যাবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply