কাশিয়ানী প্রতিনিধিঃ
জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ এর আয়োজনে কাশিয়ানী উপজেলায় আন্তঃস্কুল এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন এবং মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ( সোমবার ১২ ফেব্রুয়ারী)এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান মানি, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাজাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব আলম সেলিম, আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিওর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ এখানে ক্রীড়ার একটা মিলনমেলা বসেছে, ক্ষুদে ক্ষুদে খেলোয়াড়রা তাদের নৈপূন্য প্রদর্শনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবাই মিলে খেলতে চল এই স্লোগানকে ধারন করে আসুন আমরা সবাই ক্রীড়ায় উদ্বুদ্ধ হই এবং জাতীয় জীবনে অবদান রাখতে সচেষ্ট হই। তিনি বলেন কাশিয়ানীর মাটি এ্যাথলেটদের জন্য উর্বর ভূমি এখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। বলে তিনি আশা প্রকাশ করেন। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রশিক্ষণের সফলতা কামনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply