টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুঙ্গিপাড়ায় শেষ হলো আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা। টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক খেলোয়াড় নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী)এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ও এ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান মানি, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পান্ডে, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম। জেলা ক্রিড়া অফিসার মোঃ মানিরুজ্জামানের সভাপতিত্বে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন ক্রীড়া একজন খেলোয়াড়ের শারীরিক ও মানসিক পরিবর্তন করে সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে পারে। পরে অতিথিরা টুঙ্গিপাড়ার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের চ্যাম্পিয়ন ট্রফি ও গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।
Design & Developed By: JM IT SOLUTION