কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে গোপালগঞ্জ ভেন্যুর খেলায় ক্রিস্টিয়ান কায়াকৌ ও মোহাম্মদ শেখ বাবুলের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ক্লাব।
বুধবার (২৯ জুন) বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দুই দল আক্রমাত্মক খেলা শুরু করে। খেলার প্রথমার্ধের ৩ মিনিটে বাংলাদেশ পুলিশের ক্রিস্টিয়ান কায়াকৌ গোল করে দলকে এগিয়ে দেন। খেলার ১৮ মিনেটে সুদি আব্দুল্লাহ গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। খেলার ২৬ মিনিটে ক্রিস্টিয়ান কায়াকৌ নিজের ২য় গোল করে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে এগিয়ে দেন। খেলা ৪৪ মিনিটে মোহাম্মদ শেখ বাবুল গোল করলে ৩-১ এগিয়ে থেকে বিরতিতে যায়।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হলে খেলতে থাকে মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে গোল বঞ্চিত হয় মুক্তিযোদ্ধা। তবে খেলা শেষ হবার অতিরিক্ত সময়ে মোহাম্মদ শেখ বাবুল নিজের ২য় গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply