কালের খবরঃ
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শেষ হলো আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা। উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বালক ও বালিকা বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জহিরুল ইসলাম, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামুল ইসলাম খান, বাংলাদেশ দাবা ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান মানি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান ।
প্রধান অতিথি বলেন দাবা একটি বুদ্ধি বৃত্তিক খেলা, অত্যন্ত গুরুত্বের সাথে ধৈর্য ধারণ করে এ খেলা খেলতে হয়। দাবা খেলা ব্যক্তির মনোজগতের গভীরে ভাবতে সাহায্য করে। অন্য বক্তারা বলেন, দাবাড়ুদের নিয়াজ মোর্শেদ হয়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন, বলেন দাবা একটি বুদ্ধির ও চিন্তার খেলা এটি আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সবশেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বালক দলে চ্যাম্পিয়ন হয় টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ দিদার মোল্লা ও রানারআপ হয়েছে কুশলি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাইম গাজী।আর বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে বর্ণি উচ্চ বিদ্যালয়ের ফাতেমাতুজ জোহরা এবং রানারআপ হয় কুশলি উচ্চ বিদ্যালয়ের নুসরাত খানম।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply