গরমের শরীর সুস্থ রাখত আমাদের বিভিন্ন খাবার খেতে হয়। শরবত থেকে শুরু করে বিভিন্ন ফল এনে দেয় প্রশান্তি। আসুন জেনে নেই, গরমে শরীর সুস্থ রাখতে যেসব ফল খেতে হবে।
আম-কমলার জুস খেলে শরীরে প্রশান্তি আসে। যেভাবে তৈরি করবেন:
সকল উপাদান একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ঘন টেক্সচার এবং না ছেঁকে পান করতে চাইলে লো স্পিডে রেখে ২-৩ মিনিটের জন্য ব্লেন্ড করতে হবে। ছেঁকে নিতে চাইলে ব্লেন্ড শেষে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। জুস তৈরি হয়ে গেলে বরফকুঁচি সমেত পরিবেশন করতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply