কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে এডাব গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
এডাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, এডাবের আঞ্চলিক সমন্বয়কারী কেএম জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। এডাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাস বলেন, এসডিজি বাস্তবায়িত হলে পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশও একটি সুখী সমৃদ্ধশালী দেশে উন্নীত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply