মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান অটোরাইসমিলে বয়লার বিস্ফোরণ ও তুষের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ মিল শ্রমিক আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান রাইসমিল এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলেন, রাহুল (২৫), সাকিব (৩৫), বেল্লাল (১৬) আরিফ (৪০)। এদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে।সিন্দিয়াঘাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান রাইসমিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুষ রাখা হয়।
সন্ধ্যার দিকে অসাবধানতাবশত তুষঘরে আগুন লেগে যায়। এতে আগুন চারিদেকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্ঠা করে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের ৫ শ্রমিক আহত হন। পরে এক ঘন্টা চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হয়। আহত ৫ শ্রমিককে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জলিরপাড় বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, সন্ধ্যার পর মিলের মধ্যে বয়লার বিস্ফোরণ হয়ে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে। এই আগুন নেভাতে গিয়ে শ্রমিকরা আহত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply