কালের খবরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার ও পঞ্চমবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আসেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানানো শেষে শৈশবের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী তাঁর সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন। সভাশেষে সেখান থেকে বেরিয়ে পড়েন টুঙ্গিপাড়ার পথে পথে। পায়ে হেঁটে প্রধানমন্ত্রী, কুশল বিনিময় করেন রাস্তার দুইপাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে।
একসময় বাইগার নদীর তীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য লঞ্চঘাটে পায়ে হেঁটে পৌছে যান তিনি । বঙ্গবন্ধুর সাথে ঢাকা থেকে এই ঘাটে শেখ হাসিনাসহ পরিবারের সবাই লঞ্চে করে এসে নামতেন। পরে পায়ে হেটে বাড়ি যেতেন। পরে বাইগার নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিকাতর হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply